কে হ্যারে বন্ড বানাইলো, ০০৭ বানাইলো, তোমরা খুঁইজা বের করো : মা

0
549

রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ডকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অনেক প্রশ্ন ছুড়ে দিয়েছেন তা মা শাহিদা বেগম। তিনি মনে করেন, প্রভাবশালী মহলের চক্রান্তে নয়নকে ক্রসফায়ারে মেরে ফেলা হয়েছে।

‘কে হ্যারে বন্ড বানাইলো, জিরো জিরো সেভেন বানাইলো, তাদের খুঁজে বের করতে তিনি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানানা।

শাহিদা বেগম বলেন, ‘মিন্নিকে নয়নবিয়ে করতে চেয়েছিল। কিন্তু আমি রাজি হইনি। পরে শুনেছি, তারা নিজেরাই বিয়ে করেছে। আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আমি নয়নকে বলেছিলাম—মিন্নি ভালো না, ওরে বিয়ে করিস না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে দোষী, এটা আমি জানি। কিন্তু সে তো একদিনে নয়ন বন্ড তৈরি হয়নি। তাকে তৈরি করা হয়েছে। প্রভাবশালী মহল তাকে ব্যবহার করার জন্য নয়ন বন্ড হিসেবে তৈরি করেছে।’

কোন প্রভাবশালী মহল জানতে চাইলে তিনি বলেন, ‘তা ঠিক বলতে পারবো না। তবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। কারণ, তার মুখ থেকে যদি প্রভাবশালী মহলের সব অপকর্মের ঘটনা ফাঁস হয়ে যায়, সেই জন্যই।’

শাহিদা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ছেলের বাপ নাই, তাই ওরে মাইরা ফ্যালা হইছে। যাতে আসল রহস্য আড়াল করা যায়। আমার ছেলে তো খুনি ছিল না। সে মাদকসেবী ছিল। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনও কারণ আছে।’

নয়নের মা বলেন, ‘সে (নয়ন) ভালো ছাত্র ছিল। কে হ্যারে বন্ড বানাইলো, ০০৭ বানাইলো, তোমরা খুঁইজা বের করো। এর আগে নয়ন বন্ড ১২ লাখ টাকাসহ ধরা পড়েছিল। সে এত টাকা কোথায় পাইলো? কে দিলো? তোমরা খুঁইজা বের করো।’

গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী মিন্নির সামনেই সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে স্বামী শাহনেওয়াজ রিফাত শরীফকে। গুরুতর আহত রিফাতকে ওই দিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fifteen − thirteen =