হঠাৎ করে গ্রাম সিএনজি বন্ধ করে দেওয়ায় লাখো মানুষ চরম ভোগান্তিতে পড়েছে

0
696

গ্রাম সিএনজি গ্রামে চলবে এটাই স্বাভাবিক! অনেকেই জানে না মেট্রোর ভিতরে গ্রাম সিএনজি বন্ধ করে দিবে, স্কুল কলেজ পড়–য়া ছেলে-মেয়ে, ব্যবসায়ী, চাকুরীজীবি হঠাৎ করে সর্বসাধারণ মানুষ গন্তব্যে যাওয়ার জন্য গাড়ী না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। কাপ্তাই রাস্তার মাথায় দাঁড়িয়ে থাকা হাজারো যাত্রী প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ে। এসময় কিছু যাত্রীরা অপরাধ বিচিত্রাকে বলেন। প্রশাসনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নিয়েছে নিঃসন্দেহে সাধুবাদ জানাই।

কিন্তু আমাদের ভোগান্তির কথা কে শুনবে?? মেট্রো এরিয়ার বাইরে আধা কিলো সিএনজি চালানোর অনুমতি দিলে আমাদের মতো হাজারো যাত্রীদের কষ্ট লাঘব হবে। মোট কথা বিকল্প কোন যাতায়ত ব্যবস্থা চালু না করে কাপ্তাই লিচু বাগান, পাহাড়তলী নোয়াপাড়া, শান্তিরহাট, পদুয়া রাজারহাট, পটিয়া,

চন্দনাইশ, সাতকানিয়া, বোয়ালখালী এই সকল এলাকার কয়েক লক্ষাধিক মানুষের দ্রæত শহরের সাথে যোগাযোগের একমাত্র বাহন গ্রাম সিএনজি হঠাৎ করে বন্ধ করা ঠিক হয়নি। বরং মেট্রো থেকে এক কিলো কিংবা আধা কিলো দূরে স্ট্যান্ড করার অনুমতি দেওয়া উচিত। এমনটা সাধারণ মানুষের মত।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × 3 =