এরদোগান নতুন মানবিক সংকট এড়াতে সিরিয়ার ইদলিব সহযোগিতা রয়েছেন

0
542

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান নতুন মানবিক সংকট এড়াতে সিরিয়ার ইদলিব বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্মত রয়েছেন। বুধবার আঙ্কারা একথা জানায়।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়, বুধবার রাতে টেলিফোনে কথা বলার সময় এ দুই নেতা সরকারি হামলা অব্যাহত থাকা সিরিয়ার ইদলিবে বেসামরিক নাগরিকদের রক্ষায় এবং নতুন মানবিক সংকট মোকাবেলায় সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছেন।

এক পর্যবেক্ষক জানান, বুধবার সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে দেশটির সরকারি বাহিনী ও তাদের মিত্র দেশ রাশিয়ার বিমান হামলায় ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে সাত শিশু রয়েছে। এদিকে তুরস্কের সীমান্তবর্তী জিহাদি নিয়ন্ত্রিত অঞ্চল ইদলিবে দামেস্ক সামরিক অভিযান জোরদার করেছে।

প্রচন্ড বিমান হামলার কয়েকমাস পর রাশিয়া সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী ইদলিবে ব্যাপক অভিযান শুরু করেছে। ইদলিব হচ্ছে সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রদেশ।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, বুধবার শির মঘার এলাকায় তুরস্কের একটি সামরিক ফাঁড়ির অদূরে বিমান হামলা চালানো হয়েছে। এ সীমান্ত বরাবর মোতায়েন করা সৈন্যদের রক্ষায় আঙ্কারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করার পর সেখানে এ বিমান হামলা চালানো হলো।

মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার পর মঙ্গলবার এরদোগান বলেন, ইদলিবের পরিস্থিতি তাদের দেশের সৈন্যদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে জরুরি পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। রাশিয়ার সাথে করা তাদের চুক্তির আওতায় তুরস্ক ইদলিবে ১২টি সামরিক পর্যবেক্ষণ কেন্দ্র স্থপান করেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − ten =