নকল-ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ ক্রয়-বিক্রিয় করবেন না

0
1682

“ঔষধ ক্রয়-বিক্রিয় ইভয়েচ/ক্যাশ মেমোর মাধ্যমে করি,নকল-ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ প্রতিরোধ করি” এই স্লোগানকে সামনে রেখে ঔষধ প্রশাসন অধিদপ্তর কক্সবাজার এর আয়োজনে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বান্দরবান জেলা শাখার সহযোগিতায় বান্দরবানে নকল ভেজাল আনরেজির্স্টাড ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতা মূলকসভা মঙ্গলবার দুপুর ১২টায় বান্দরবান চেম্বার অব কর্মাস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর কক্সবাজার এর ড্রাগ সুপার প্রিয়াংকা দাশ গুপ্তা। সভায় আরো উপস্থিত ছিলেন বান্দরবান কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক শিমূল কান্তি দাশ,ডা: মনোরঞ্জন বড়–য়া,ডা:সন্তোষ রহঞ্জন দাশ,ডা: তমাল কান্তি বৈদ্য,সমিতির প্রভাবশালী সদস্য অঞ্জন কুমার দাশ, সমিতির প্রভাবশালী সদস্য স্বপন কুমার দাশ,সদস্য আব্দুল মোমেন,সদস্য রিয়াজ,সদস্য ওসমান গণি,সদস্য জয় মল্লিক কুমার নাথ,সদস্য উত্তম বাবু ,মো: রাসেল সহ বান্দরবানের অন্যান্য ঔষধ এর দোকান মলিকগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান আলোচক বান্দরবানে নকল ভেজাল আনরেজির্স্টাড ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ প্রতিরোধে বিশেষ অভিযান ধারাবাহিক ভাবে চলমান থাকবে,আপনারা ঔষধ ক্রয়-বিক্রিয় ইভয়েচ/ক্যাশ মেমোর মাধ্যমে করবেন,নকল-ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ ক্রয়-বিক্রিয় করবেন না,আমাদের ভ্রাম্যমান অভিযানে যদি কোন দোকানে নকল-ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ পাওয়া যায় তাহলে কোন অজুহাত দেখালে কাজ হবে না আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

পরে সভাপতি সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। পরিশেষে ঔষধ প্রশাসন অধিদপ্তর কক্সবাজার এর ড্রাগ সুপার প্রিয়াংকা দাশ গুপ্তা বান্দরবান বাজারের প্রতিটি ঔষধ এর দোকানদার কে প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় করা নিষেধ সম্বিলিত স্টিকার বিতরণ করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 + fourteen =