এই টোলের অর্থ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণে ব্যয় করা হবে

0
492

ব্রিজ, সেতুর পাশাপাশি জাতীয় মহাসড়কে পণ্য পরিবহনের ক্ষেত্রে টোল আদায় করতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, এই টোলের অর্থ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণে ব্যয় করা হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ১৪তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন দেশেও মহাসড়কে টোল আদায় করা হয়। বাংলাদেশেও এই ব‌্যবস্থা চালু করা দরকার। এই টোলের অর্থ একটি নির্দিষ্ট ফান্ডে জমা হবে, যা দিয়ে সড়ক মেরামতে খরচ করা যাবে।

জাতীয় মহাসড়কগুলোতে থাকা (যেমন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-খুলনা, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক) ব্রিজ ছাড়াও রাস্তার ওপর টোল বসানো হবে। সারাবিশ্বে তাই আছে। টোলে কত টাকা নির্ধারণ হবে, সেটা ঠিক করব এখন।

সভায় উপস্থিত ছিলেন, পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য জ্যেষ্ঠ সচিব ড. শামসুল আলম প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 + nine =