সংঘবদ্ধ প্রতারক চক্রর রোশনলে পড়ে হবিগঞ্জের এক সাংবাদিক দিশেহারা

0
441

বিশেষ, প্রতিনিধিঃ হবিগঞ্জের এক সাংবাদিক এর সহিত৷ সৌজন্যে সাক্ষাতে তিনি জানান যে এক জন্য প্রতারক জার নামের সাথে কাজের কোনো মিল নাই তার নাম হলো এস এম পবিত্র আল এবাদত শাহ আলম এই প্রতারক আমার সাথে ঢাকায় সচিবালয়ের সামনে পরিচয় হয় বিগত দুই বছর পৃবে আমি তাহাকে অনেক বিশ্বাস করিয়া ছিলাম আর সেই সুবাদে এবং তার একটি অফিস ও ছিল সচিবালয়ের সামনে আমার বিশ্বাসের কারণে সে আমার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে ছিল ব্যবসার জন্য এবং আমাকে একটি চেক দিয়ে ছিল দুই লক্ষ টাকার পরবতীতে দীর্ঘদিন ঘুরিয়ে টাকা এবং ব্যবসার লভ্যাংশ কোনটি প্রদান না করিলে আমি উক্ত এস এম পবিত্র আল এবাদত শাহ আলম এর বিরুদ্ধে বিগত, ২৭/০৩/২০১৯ ইং তারিখে হবিগঞ্জ জেলার মাননীয় আদালতে ন্যায় বিচারের আশায় মামলা দায়ের করি,, বিগত ২০১৬ ইং সালে আমি মানবাধিকার হবিগঞ্জ জেলা শাখার সভাপতি থাকা অবস্থায় হবিগঞ্জ সদর মডেলর ওসি ইয়াছিনুল হক অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্বে ছিলেন সেই কারণে আমার

কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবী করেন আমি চাঁদা না দেওয়ার কারণে আমার বিরুদ্ধে চার টি মিথ্যা ও কাল্পনিক মামলা দায়ের করান তাহা অতদিন কারও কাছে বলিনাই, যাহা সহযোগী হিসাবে এডভোকেট মনোয়ার আলী সহযোগিতা করেন এডভোকেট মনোয়ার আলী আমার বিরুদ্ধে লাগার কারণ হইল সে ২৫/০৯/২০১৫ইং তারিখে তাহার বতমান বউকে তালাক দিয়ে অন্য আরেকটি বিয়ে করতে চেয়েছিলেন আমি সেই বিষয় টি

গোপন রাকিয়া ছিলামএই সময়ে আমি মানবাধিকারের সভাপতি হিসাবে আমি সেই বিয়েটি ভেঙে দেওয়ার কারণে এডভোকেট মনোয়ার আলী আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে করিয়ে ওসিকে নিয়ে চারটি মিথ্যা ও কাল্পনিক মামলা করান যাহা দুটি মামলা ইতি মধ্যে মাননীয় আদালত খারিজ করেন এডভোকেট মনোয়ার আলী তাহার সুদের টাকার দালাল আঃ আউয়াল ওরপে কালাই মিয়াকে বাদী বানিয়ে চারটি মামলা মধ্যে একটি মামলা বাদী বানান যাহা সমপন মিথ্যা ও কাল্পনিক ইতি মধ্যে ঢাকার প্রতারক এসএম পবিত্র আল এবাদত শাহ আলম এদের

সঙ্গে যোগ দিয়ে আমার বিরুদ্ধে আবারও যে কোন মিথ্যা ও কাল্পনিক মামলা করার পায়তারা লিপ্ত রহিয়াছে যাহা গত ২১/০৯/১৯ইং তারিখে ওসি ইয়াছিনুল হক মৌলভীবাজার জেলায় আছেন সেই সুবাদে আঃ আউয়াল ও প্রতারক এসএম পবিত্র আল এবাদত শাহ আলম হবিগঞ্জ হইতে তাহার কাছে যাইয়া দেখা করে কু পরামর্শ ও বিভিন্ন মামলা, মোকদ্দমায় আমাকে জড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত রহিয়াছেন, আমি মনে করি আমার কোন কিছু হলে এই চার জন দাই তাকবেন।,৷৷ সভাপতি জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখা ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 3 =