রেলের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে

0
509

দুর্নীতিবাজ রেল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। একইসাথে নিয়োগ বাণিজ্য বন্ধে কাজ করার কথাও জানান তিনি। চ্যানেল টোয়েন্টিফোরের সাথে আলাপে মন্ত্রীর আশা প্রকাশ করেন, ২০২৫ সালের মধ্যে ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে, দ্রুতগতির ট্রেন।

রেলওয়ের নানা সমস্যার সমাধানের পথ খুঁজছেন, রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তাই তো সার্বিক পরিস্থিত সরেজমিনে পর্যবক্ষেণ করতে তার এই ট্রেনযাত্রা। সঙ্গী চ্যানেল টোয়েন্টিফোরও। চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নানা পরিকল্পনার কথা জানান মন্ত্রী। বলেন, কালোবাজারী বন্ধে সহায়তা নেয়া হবে প্রযুক্তির। পাশাপাশি আধুনিকায়ন করা হবে স্টেশন ব্যবস্থাপনায়।রেলের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।   ঢাকা চট্টগ্রাম রুটে ২০২৫ সালের মধ্যে হাইস্পিড ট্রেন চালু করতে সব ধরণের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান নতুন রেলমন্ত্রী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × four =