যৌন হয়রানিতে অভিযুক্ত জাবি শিক্ষককে অব্যহতি

0
556

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিভাগটির সহকারী অধ্যাপক মো. সানওয়ার সিরাজকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তার বিশেষ ¶মতাবলে এ সিদ্ধান্ত দিয়েছেন বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল অভিযোগটি আমলে নিয়ে তদন্ত কাজ শুরু করেছে। আজ এর প্রথম সভা ছিল। সানওয়ার সিরাজকে তদন্ত চলাকালীন সময়ে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার সুপারিশ করে তদন্ত কমিটি। এই উপাচার্য এই সুপারিশের অনুমোদন দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সরকার ও রাজনীতি বিভাগের ৪৩ তম ব্যাচের এক ছাত্রী বিভাগের সভাপতি বরাবর সহকারি অধ্যাপক সানওয়ার সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন।

যৌন হয়রানির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্রী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যারও চেষ্টা করেন বলে জানা যায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − 17 =