খুলনায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের তিন দিনের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

0
519

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতা এমনই এক নৈতিকতাবোধ যা লালন করতে হয়। যে কারণে মহান এ পেশাকে ধারণ করতে শিক্ষার বিকল্প নেই। স্বচ্ছ সাংবাদিকতা করতে আমাদের সকলকে বেশী করে জ্ঞান অর্জন করতে হবে। একারণে পড়াশুনা করাটা অত্যন্ত জরুরী। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের জন্য ৩ দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. শাহ আলম। প্রশিক্ষণ অনুষ্ঠানে রিসোর্সপার্সন ছিলেন পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, হেড অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম (এমআরডিআই) মো. বদরুদ্দোজা বাবু, এশিয়ান টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান বাবুল আকতার প্রমুখ ও গাজি টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান মো. লিয়াকত হোসেন।

প্রধান অতিথি বলেন, সাংবাদিকতা এমনই একটি পেশা যার যথাযথ প্রয়োগ করতে হবে। তা’না হলে সমাজে বিশৃঙ্খলা তৈরী হবে। একটি ভূল তথ্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমাদের সকলকে সত্যকে ধারণ করে কাজ করতে হবে।

কোনরুপ ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থে এ পেশাকে কলুষিত করা যাবেনা। প্রশিক্ষণে জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা উপজেলার মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী সাংবাদিক অংশ গ্রহন করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × five =