মারা গেলেন হিজাবের পক্ষ নিয়ে আলোচিত ব্রিটিশ সাংবাদিক হান্না ইউসুফ

0
659

আজ মারা গেছেন হিজাবের পক্ষ নিয়ে আলোচিত ব্রিটিশ সাংবাদিক হান্না ইউসুফ। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)মাত্র ২৭ বছর বয়সে মারা গেলেন আলোচিত তরুণ সাংবাদিক হান্না ইউসুফ। বিবিসির এই সাংবাদিক সোমালি বংশোদ্ভুত একজন ব্রিটিশ নাগরিক।

মুসলিম নারীদের হিজাব ব্যবহারের পক্ষে ২০১৭ সালে অবস্থান নিয়ে বেশ আলোচিত হয়েছিলেন তিনি।

গত সপ্তাহে ব্রিটিনে নিজের বাসায় তার স্বাভাবিক মৃত্যু হয়। বিবিসির আগে হান্না দ্য গার্ডিয়ান, টাইম ইত্যাদি সংবাদমাধ্যমেও কাজ করেছেন।

সিটি ইউনিভার্সিটি থেকে ২০১৭ সালে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর বিবিসিতে যুক্ত হন। সেখানে তিনি বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন করে আলোচনায় আসেন।

তার মৃত্যুতে বিবিসির সংবাদ বিভাগের পরিচালক ফ্রান আনসওয়র্থ বলেছেন, তার মতো একজন মেধাবী তরুণ সাংবাদিকের মৃত্যু আমরা গভীরভাবে শোকাহত।

ইংল্যান্ডে আসার আগে তিনি নেদারল্যান্ডে বসবাস করতেন। সোমালিয়া জন্ম নেয়া এই তরুণী ৬টি ভাষায় কথা বলতে পারতেন। মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ উনাকে সর্বোত্তম প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করুন – আমিন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =