প্যানেল মেয়র সহ ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ

0
1203

বগুড়া দুপচাঁচিয়া উপজেলা জুয়াখেলারত অবস্থায় পৌরসভার প্যানেল মেয়র ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিম মিস্ত্রী (৪৫) সহ ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা মোটর শ্রমিক কার্যালয়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদি তাস সহ এক লাখ নয় হাজার টাকা উদ্ধার করেছে।

বগুড়ার দুপচাঁচিয়া থানা সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড সংলগ্ন মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অভিযান চালান। এ সময় ঐ কার্যালয়ে তাস দিয়ে জুয়া খেলার আসর থেকে উপজেলা সদরের ধোকর কোলার মৃত আরমান আলী মিস্ত্রীর ছেলে দুপচাঁচিয়া পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলার আজিম মিস্ত্রী (৪৫), মেইল বাসস্ট্যান্ড এলাকার আজাদ মন্ডলের ছেলে বুলবুল মণ্ডল (২৭), সঞ্জয়পুর গ্রামের কছির উদ্দীনের ছেলে মিজানুর রহমান (৫০), ঘাটমাগুরা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), মহলদারপাড়ার দেলওয়ার হোসেনের ছেলে হাবিবুর মহলদার (২৮), নন্দীগ্রাম থানার মির্জাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আহসান হাবিব (৩০) ও বগুড়া সদরের নিশিন্দারা মন্ডলপাড়ার মৃত আব্দুল আলীর ছেলে আব্দুল মজিদ (৫৮) কে গ্রেফতার করেন।

বগুড়ার দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, উপজেলা মোটর শ্রমিক কার্যালয়ে অভিযানে ঘটনাস্থল থেকে এক লাখ নয় হাজার টাকা সহ জুয়া খেলার সরঞ্জামাদি তাস উদ্ধার করা হয়েছে। এসয়ম আজিম মিস্ত্রীসহ ৭জনকে গ্রেফতার করা হয়। থানায় মামলা দায়ের হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =