স্ত্রী বিদেশি বলেই ভারতীয় বংশোদ্ভূত অভিজিৎ বিনায়ক নোবেল পেলেন

0
1173

স্ত্রী বিদেশি বলেই ভারতীয় বংশোদ্ভূত অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে নোবেল পেয়েছেন বলে মনে করেন দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা।অভিজিৎকে তোপ দাগতে গিয়ে তিনি এমনই ব‌্যক্তিগত আক্রমণ করেছেন বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক বলেন, ‘যাদের দ্বিতীয় স্ত্রী বিদেশি, মূলত তারাই নোবেল পেয়ে যাচ্ছেন। নোবেল পাওয়ার জন্য এটা কোনো ডিগ্রি কি না জানি না।’

তিনি আরও বলেন, ‘পীযূষ গোয়েল (কেন্দ্রীয় রেলমন্ত্রী) ঠিক কথাই বলেছেন। কারণ অভিজিৎরা দেশের অর্থনীতিকে বামপন্থার নীতিতে চালাতে চাইছেন। কিন্তু এ দেশে বামপন্থাই অচল হয়ে গেছে।’

এর আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, অভিজিৎ বামপন্থী। ওর কথা কেউ শোনেনি। অভিজিৎ কংগ্রেসের ‘ন্যায়’ প্রকল্পের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ভারতের মানুষে সেই প্রকল্প প্রত্যাখ্যান করেছে।

বিজেপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সিপিএমের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘বিজেপির মতো দলের কাছ থেকে চেয়ে বেশি কিছু আশা করা অন্যায়। ওরা তো রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি, রেল-বিএসএনএল-এর বেসরকারিকরণে বিশ্বাস করে। তাই ওরা অভিজিতের মতো মানুষকে পছন্দ করে না, বদনাম করার চেষ্টা করে।’

এ বছর অর্থনীতিতে নোবেল জিতেছেন অভিজিৎ, তার ফরাসি স্ত্রী এসথের ডুফলোও এবং মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার। অভিজিৎ ও তার দ্বিতীয় স্ত্রী এসথের দুজনেই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five + 8 =