সাড়ে ২৭ শতাংশ জমি প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে পুলিশ

0
564

বহিষ্কৃত যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমের অবৈধ দখল থেকে মুক্ত করে সাড়ে ২৭ শতাংশ জমি প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার সাইনবোর্ড এলাকার পাশে ডেমরা থানার ডগাইরের এই জমি বুঝিয়ে দেওয়া হয়।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম পান্না বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সাইনবোর্ড এলাকায় পুলিশ বক্সের পেছনে ২০০৭ সালে আলাউদ্দিন আল আজাদের কাছ থেকে সাড়ে ২৭ শতাংশ জমি কেনেন নারায়ণগঞ্জের জয়নাল আবেদীন, সোহানুর রহমানসহ সাতজন।

২০১৭ সালের সেপ্টেম্বরে অস্ত্রধারী লোকজন নিয়ে জোর করে জমিটি দখল করে নেন যুবলীগ নেতা জি কে শামীম। দখলের পর ওই জায়গায় দেয়াল দিয়ে জি কে শামীমের লোকজন অবস্থান করতে থাকে। গত মাসে জি কে শামীম গ্রেপ্তার হলে ওই জায়গা থেকে তাঁর লোকজন পালিয়ে যায়। শুধু তিন চারজন নিরাপত্তাকর্মী ছিল।

অবৈধ দখল থেকে জমিটি উদ্ধারে পুলিশের সহায়তা চেয়ে জি কে শামীমের সহযোগী চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আট-নয়জনকে অভিযুক্ত করে গত শুক্রবার ডেমরা থানায় লিখিত অভিযোগ দেন জমিটির বিক্রেতা আলাউদ্দিন আল আজাদ।

সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে ডেমরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের সহায়তা ও মধ্যস্থতায় আলাউদ্দিন আল আজাদ জমিটি জয়নাল আবেদীন ও সোহানুর রহমানদের বুঝিয়ে দেন।

জমিটির অন্যতম মালিক জয়নাল আবেদীন বলেন, ‘আমরা এখানে এলে অস্ত্র দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেয় জি কে শামীমের লোকজন। ক্ষমতার জোর দেখিয়ে সম্পূর্ণ অবৈধভাবে এই জমিটি তারা দখল করে রেখেছিল।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 − five =