সাভারে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

0
399

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায়২  হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। এসময় জব্দ করা হয়েছে নি¤œমানের পাইপ, রাইজার ও চুলাসহ অন্যান্য সরঞ্জামাদি। সোমবার বিকেলে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক (বিপনন) আবু সাদাত মো. সায়েম। তিতাসের এই কর্মকর্তা জানান, আশুলিয়ার দূর্গাপুর এই এলাকায় চতুর্থবারের মত বিভিন্ন বাসা বাড়ির আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করছেন তারা। এসময় প্রায় ৪ কিলোমিটার এলাকার ২ হাজার আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় জব্দ করা হয়েছে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নি¤œমানের পাইপ, রাইজার ও চুলাসহ অন্যান্য সরঞ্জামাদি।

তিনি আরো জানান, এলাকাটি ঘনবসতি হওয়ায় এখানে বারবার অবৈধ সংযোগ প্রদান করছেন অসাধুরা। তবে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি তাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen − ten =