দুর্নীতির “বরপুত্র” খ্যাত ওসি প্রণব সিএমপি কমিশনার কর্তৃক পুরষ্কৃত জনমনে নানা প্রশ্ন

0
677

অপরাধ বিচিত্রা ডেস্ক: দুর্নীতির “বরপুত্র” হিসেবে খ্যাতি পাওয়া সি.এম.পি’র(চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ)  আওতাধীন খুলশী থানার ওসি প্রণব চৌধুরী সম্প্রতি সি.এম.পি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) কমিশনার মাহবুবুর রহমান কর্তৃক পুরষ্কৃত হয়েছেন বিশেষ অবদান রাখার জন্য। একজন দুর্নীতির “বরপুত্র” ওসি প্রণবের সি.এম.পি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) কমিশনার কর্তৃক পুরষ্কৃত হওয়ায় খোদ সি.এম.পি সহ জনমনে ব্যাপক প্রশ্নের উদ্রেক হয়েছে। দুর্নীতির এন্তার অভিযোগ থাকার পরও তার পুরষ্কার প্রাপ্তি প্রকারন্তে সি.এম.পির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) ভিতরে দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে বলে মনে করছে দুর্নীতি বিরোধী সচেতন মহল। শুধু সচেতন মহলেই নয়, খোদ সি.এম.পি’র (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) উর্ধ্বতন কর্মকর্তারাও নাখোশ এই ঘটনায়। কিন্তু নিজেদের অস্তিত্বের সাথে তারা নাম উদ্বৃত করে কিছু বলতে রাজি হননি “অপরাধ বিচিত্রার” কাছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সি.এম.পির এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, “যেখানে খোদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে একজন ওসি যার বিরুদ্ধে দুর্নীতির এন্তার অভিযোগ থাকার স্বত্ত্বেও পুরষ্কারপ্রাপ্ত হয় এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কিছুই হতে পারে না।”

শুধু সি.এম.পি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) নয় খোদ জনমনেও ব্যাপক প্রশ্নের উদ্রেক হয়েছে এই পুরষ্কার প্রাপ্তিতে। নাম প্রকাশে অনিচ্ছুক খুলশী এলাকার স্থানীয় এক বাসিন্দা বলেন, “ওসি প্রণবের পুরষ্কারপ্রাপ্তি প্রকারন্তে খুলশী এলাকার জনগণের সাথে তামাশার নামন্তর। আম জনতা আর কত তামাশার শিকার হবে এই প্রশ্ন খুলশী এলাকার জনগনের”।

সি.এম.পি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ)তে যে দুর্নীতির ভূত আছর করেছে তার বড় প্রমাণ হল ওসি প্রণবের পুরষ্কার প্রাপ্তি। সি.এম.পির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) অভ্যন্তরে জগদ্দল পাথরের মত চেপে বসা এই দুর্নীতির “ভূতের আছর” কে দূর করবে এই প্রশ্ন এখন সাধারন চট্টগ্রামবাসীর।     

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 + 10 =