পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে চাইনিজ শ্রমিকের মুত্যু

0
653

কুয়াকাটা  (পটুয়াখালী) প্রতিনিধি ॥ কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মানাধীন দ্বিতীয় কোল ইয়ার্ড থেকে পড়ে কিন গুইলেন (৪০) নামের এক চাইনিজ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল দশটার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে কয়লা ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিন গুইলেনের বাড়ী চীন দেশে।শ্রকিরা জানায়, কিনগুলেন প্রতিদিনের মত রবিবার সকালে নির্মানাধীন দ্বিতীয় কোল ইয়ার্ডের উপরে (প্রায় ৬০ ফুট উচ্চতা) কাজ করছিল। এসময় হঠাৎ তার পা পিচলে সেফটিক বেল্ট ছিড়ে নিচে পড়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

বিসিপিসিএল’র প্রশাসনিক কর্মকর্তা শাহ মনি জিকো জানান, কিনগুইলেন কাজ করার সময় পা পিচলে কোল ইয়াডের্র ষাট ফুট উপর থেকে পরে যায়। পরে তাকে বরিশাল নেয়ার পথে মৃত্যু হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জানতে পেরেছি বরিশাল নেয়ার পথে এক চাইনিজ শ্রমিকের মৃত্যু হয়েছে। এরপর আর কোন খবর পাইনি। পরবর্তী খবরাখবর নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

তবে শ্রমিকদের অভিযোগ, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কাজের নিরাপত্তা ইকুপমেন্ট ব্যবহারে তদারকি না থাকায় দুর্ঘটনায় এ পর্যন্ত চীনা ও বাঙালিসহ মোট পাঁচজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বার বার শ্রমিকের মৃত্যু হলেও এব্যাপারে উদাসীন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। তবে বার বার শ্রমিক নিহতের ঘটনায় বাঙালী শ্রমিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছে শ্রমিকরা। 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − five =