সমাজকে বাচাঁতে হলে এই ড্রাগ সাইকেলকে রুখতে হবে —-ডিআইজ শফিকুল ইসলাম

0
451

আনোয়ার হোসেন আনু,কুয়াকাটা৤পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মাদক মুক্ত করতে বঙ্গোপসাগরের জলসীমা নিয়ন্ত্রন করতে পুলিশের কাছে জোর দাবী জানিয়েছেন কলাপাড়া উপজেলার অন্তত দুই সহশ্রাধিক মানুষ ও জন প্রতিনিধিরা। বুধবার কলাপাড়া উপজেলার শহিদ মিনার প্রাঙ্গনে জেলা পুলিশের উদ্যোগে জনপ্রতিনিধি এবং সাধারন মানুষদের নিয়ে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী ও শিশু নির্যাতন রোধ করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজ মোঃ শফিকুল ইসলামের কাছে এ দাবী তুলে ধরা হয়। এসময় উপজেলাবাসী মাদক ও কিশোর সন্ত্রাসে উপকুলের জনজীবন অতিষ্ট হওয়ার কারন হিসেবে বিচার বিভাগকে দায়ী করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন- মাদক একটি ড্রাগ সাইকেল। এই চলন্ত সাইকেলের গতিরোধ করতে হলে প্রথমে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। তাছাড়াও এই ড্রাগ সাইকেলের গতিরোধ করা অসম্ভব।

উপজেলাবাসী উদ্দেশ্য করে ডিআইজি বলেন-যারা মাদকের সাথে যুক্ত তারা আজ অনায়হাসে এই মতবিনিময় সভার চেয়ারে আসন পেতনা। কারন মাদকাসাক্তদের শুধু পরিবার নয়-গোটা সমাজ তাকে উপক্ষো করে। তাই এই ড্রাগ সাইকেল ত্যাগ করে সমাজের সুন্দর ভাবে বাচতে শেখার চেষ্টা করুন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এই মাদক সন্ত্রাসকে নির্মূল করতে বহুমূখি উদ্যোগ নিয়েছে।

তাই পুলিশ কখোনো এই মাদককে প্রশ্রয় দিবেনা। আপনাদের সহযোগীতায় কলাপাড়াবাসীকে মাদক মুক্ত করে একটি সমৃদ্ধ উপজেলা উপহার দিতে চাই। মতবিনিময় সভায় উপস্থিত জনপ্রতিধি এবং সাধারন মানুষ দাবী করে বলেন-পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনী এই উপজেলার একাধিক মাদক ব্যবসায়ী অথবা জড়িতদের আটক করে জেলে প্রেরন করেন।

কিন্তু কিছুদিন না যেতেই ওই ব্যক্তিরা জেল থেকে বেড় হয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখে। কিশোর সন্ত্রাস ও মাদক সন্ত্রাসে উপজেলার সাধারন মানুষের জন জীবন অতিষ্ট হয়ে উঠেছে। এই দুই অভিষপ্ত সন্ত্রাস নির্মূল করতে মাদক আইন সংশোধন করার দাবী জানান তারা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 + nine =