কাউকে গ্রেফতার করতে হলে আইনশৃঙ্খলা সংস্থাকেই বলতে হবে

0
486

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাউকে গ্রেফতারের অধিকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই। তারা নির্দেশ দিতে পারেন। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, কাউকে গ্রেফতার করতে হলে আইনশৃঙ্খলা সংস্থাকেই বলতে হবে। যার যা কাজ তার তা করতে হবে। এই কথাটি মাথায় রাখতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশনের কিন্তু কোনও গ্রেফতার করার অধিকার নেই।

কাউকে গ্রেফতার করতে হলে কিন্তু তাদের আইনশৃঙ্খলা সংস্থাকেই বলতে হবে। তারা নির্দেশ দিতে পারেন। কিন্তু তারা ধরে রেখে ওখানে হাজতখানা বানাবেন, হাজতে রাখবেন-এটি দুর্নীতি দমন কমিশনের কাজ নয়। যার যা কাজ তার তা করতে হবে। এই কথাটি মাথায় রাখতে হবে।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =