সিদ্ধিরগঞ্জে মহান বিয়জ দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধদের সংবর্ধনা সাংস্কৃতিক সন্ধ্যা

0
481

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক নির্মূলে সাংস্কৃতি হউক হাতিয়ার এর শ্লোগানে সিদ্ধিরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলার বীর বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তান ৪১ জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রধান অতিথি ক্রেস প্রদান করেন। গতকাল রবিবার এসও বালুর মাঠ রাত ৯ টার সময় নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন, সিনিয়র সহকারি পরিচালক র‌্যাব-১১। উদ্বোধক ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল মেহিদী ইমরান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সাদেকুর রহমান সাদেক, রিয়াজ উদ্দিন রেনু, মহানগর আওয়ামীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কাজী আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মজিবর মন্ডল, ৪,৫, ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি  হোসেন আহম্মেদ সরদার,

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মজিবর মন্ডল বলেন, আমরা ১৯৭১ সালে যুদ্ধ দেখেছি। কতো মায়ের বুক খালি করেছে রাজাকার, শ্যামস, আলবদর। শীতালক্ষা নদীতে রক্ত দেখেছি, লাশ দেখেছি এবং মানুষের হাড় মাংস শিয়াল কুকুরে খেয়েছে। আমাদের দেশের রাজাকাররা পতাকা দিয়ে গাড়ী চালাতে দেখেছি। আমাদের দেশের রাজাকাররা পাক-বাহিনীদের হাত মিলিয়ে  মানুষকে হত্যা করেছে এবং ২ লক্ষ মা বোনদের ইজ্জত হরন করেছে।

মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকসেবী মুক্ত রাখার জন্য সকলকে সচেতনতা গড়ে তুলতে হবে। দেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে ঠিক তখন একটি চক্র বিভিন্ন ভাবে গুজব ছড়িয়ে মানুষের মাঝে আতংক ছড়ায়। তাই গুজবে কান না দিতে সকলের প্রতি আহবান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আলেপ উদ্দিন বলেন, আমি এই পর্যন্ত ১ হাজারেরও বেশী জঙ্গীকে গ্রেফতার করেছি। তাদের সাথে কথা বলে জানতে পারি তারা ইসলামের অপব্যাখা দিয়ে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে। নিজের সন্তানদের কোরআনের সু-শিক্ষা দিতে সকল পারিবারের কাছে আহবান জানান আলেপ উদ্দিন। বীর মুক্তিযোদ্ধা জেলা কমন্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না।

বঙ্গবন্ধুর ডাকে দেশে মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছেন। জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধরা ১৬ ই ডিসেম্বর হানাদার বাহিনীকে হারিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। সংবর্ধনা শেষে সংগীত পরিবেশন করেন দেশের সুনাম ধন্য শিল্পী ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ, এফএ সুমন, মেহেরুন,বৃষ্টি সহ আরো অন্যান্য শিল্পীরা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − six =