৩ ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা

0
517

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া কর্তৃক সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে ইটের মাপ কমসহ নানা অনিয়মের অপরাধে ৩ ইটভাটা মালিককে ২ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারি পরিচালক মো: সেলিমুজ্জামান।

বুধবার সকালে হাটশহরিপুরের এম.এম.আর ব্রিকসে অভিযান চালিয়ে ইটের মাপ কম থাকার কারণে এম.এম.আর ব্রিকস এর মালিক মোঃ আঃ সামাদ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় , অপরদিকে একই অপরাধে এ এইচ ব্রিকস এর মালিক মোঃ আলাউদ্দিন কে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং  অপরদিকে শহরের জুগিয়া ভাটাপাড়া এলাকায় এম.এস.কে ব্রিকসে অভিযান চালিয়ে একই অপরাধ পুনঃসংগঠন করায় এম.এস.কে ব্রিকস্ এর মালিক মোঃআব্দুস সালাম কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৫ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, সিভিল সার্জন এর প্রতিনিধি ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 + 10 =