মানুষের পাশে দাঁড়াতে উন্মুক্ত মূল্যে চলচ্চিত্র বিক্রি

0
755

মানুষের জন্য কিছু করতে পারার সুযোগ হলে সেটা পরম সৌভাগ্যের। তাই সংকটে মানুষের পাশে দাঁড়াতে উন্মুক্ত মূল্যে চলচ্চিত্র  বিক্রি করে দিতে চান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য রেইন ইজ ফোরকাস্ট’ এর প্রযোজক নিশাত খান শর্মী এবং পরিচালক আহমেদ সাব্বির । এই চলচ্চিত্র থেকে অর্জিত অর্থ  যমুনার চরের  সেই  সব অসহায় প্রান্তিক মানুষদের হাতে তুলে দিতে চান তারা যাদের গল্প নিয়ে  ছবিটি নির্মিত।অর্থনৈতিক প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই চেষ্টা চলছে ভালো কোন স্ট্রিমিং সাইট অথবা ইউটিউব চ্যানেলে ছবিটি দেবার জন্য।

উল্লেখ্য লেখক ও চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বির পরিচালিত  এই  চলচ্চিত্রটি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এতে অভিনয় করেছেন আলভি আহমেদ,  বৃষ্টি তালুকদার, হাফিজুর সামাদ এবং শাকিল আহমেদ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “দ্য রেইন ইজ ফোরকাস্ট ” চলচ্চিত্রটির একটি ট্রেলার আপলোড করা হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

7 + seven =