এবারের বাজেট হতে হবে বেঁচে থাকার বাজেট: ড. আতিউর রহমান

0
935

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, এবারের বাজেট হতে হবে বেঁচে থাকার বাজেট। টিকে থাকার বাজেট। কেননা চলমান করোনাভাইরাস সহসাই কাটবে না। এটা দীর্ঘায়িতই হবে বলে মনে হচ্ছে আপাতদৃষ্টিতে। মানুষ এখন প্রচণ্ড ভীতির মধ্যো আছেন। ভয়টা হলো আক্রান্ত হবো কিনা। আক্রান্ত হলে হাসপাতালে যেতে পারবো কিনা। হাসপাতালে গেলে চিকিৎসা পাবো কিনা ইত্যাদি। এসব বিষয়কে আমলে নিয়ে এবারই স্বাস্থ্যবীমা চালু করতে হবে। পাশাপাশি বাজেটে স্বাস্থ্যখাতে অন্তত ১ শতাংশ বাজেট বরাদ্দ বাড়াতে হবে। ব্র্যাক আয়োজিত কোভিড-১৯ ও জাতীয় বাজেট ২০২০-২১ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে ড. আতিউর রহমান এসব কথা বলেন।

ড. আতিউর রহমান আরও বলেন, আমাদের কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব হবে। কেননা আমাদের অর্থনীতির রক্ষাকবচ হবে কৃষি ও গ্রামীণ অর্থনীতি। পাশাপাশি স্থানীয়। ফলে এই উভয় খাতকে গুরুত্ব দিতে হবে আসছে বাজেটে।

আমরা নিশ্চয়ই আবার ঘুরে দাঁড়াতে পারবো। আমাদের টেকসই উন্নয়নের জন্য গ্রিন ইনভেস্টমেন্ট,  গ্রিন ডেভেলপমেন্ট এর দিকে যেতে হবে। আরো মানবিক হতে হবে

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − 16 =