মহিপুরে ভূমিহীন পরিবারের ওপর সন্ত্রাসী হামলা নারীসহ আহত পাঁচ

0
423

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে ধুলাসার ইউনিয়নের চাপলী বাজারের পাশে ভূমিহীন সোনা মিয়ার পরিবারের ওপর সশস্ত্র হামলা করা হয়েছে। শনিবার শেষ বিকেলে এ হামলার ঘটনায় সোনা মিয়া ও তার স্ত্রী মরিয়ম বেগম, ভাইয়ের ছেলে হাসান মুসল্লী, হোসেন মুসল্লী ও ভাইয়ের মেয়ে কুলসুম বেগম গুরুতর আহত হয়েছে। এদের সবাইকে রাতে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনা মিয়ার অভিযোগ তিনি সরকারি খাস জমি বন্দোবস্ত পেয়েছেন। ওই জমি দখলের জন্য একই এলাকার মিজানুর তালুকদার, মোকসেদ, ফেরদৌস, আতিকুল, আতাউলসহ ৭/৮জনে সশস্ত্র এ হামলা চালায়। ঘটনার দিন সোনা মিয়ার জমির ওপর দিয়ে বিদ্যুতের লাইন নেয়ার চেষ্টা চালায় প্রতিপক্ষ। এতে বাঁধা দেয়ায় হামলা-মারধর করা হয়েছে। হামলাকারিচক্র দাও, লাঠি, রড নিয়ে এলোপাথারি হামলা চালায়। এক পর্যায় অবরুদ্ধ করে রাখা হয়।

পরে মহিপুর থানা পুলিশ গিয়ে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করায়। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 + 13 =