যুক্তরাষ্ট্রে সাংবাদিক নির্যাতনের বিষয়ে মার্কিন দূতাবাসকে প্রশ্ন করা উচিত

0
717

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে শ্বেতাঙ্গ পুলিশ কর্তৃক হত্যার ঘটনায় বর্ণবাদবিরোধী আন্দোলনে উত্তাল আমেরিকা। আর হত্যার ঘটনার শুরু হওয়া বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হচ্ছে রয়টার্স-বিবিসি-সিএনএনের মতো প্রভাবশালী প্রতিষ্ঠানের সাংবাদিকরা। লাইভ চলাকালেই সিএনএনের এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখানোর পরও সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন-যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিউ ইয়র্কের সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। সাংবাদিকরা বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েছেন বলেও খবর পাওয়া গেছে। ১ জুন বিবিসি এ খবর প্রকাশ করেছে। খবরটির লিঙ্ক ফেসবুকে শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। ফেসবুকে লিঙ্কটি শেয়ার করে তিনি লিখেছেন, মার্কিন পুলিশ এই বিক্ষোভের সময় ৯০ বার সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে।

পুলিশ সরাসরি ক্যামেরাম্যানদের ওপর রাবার বুলেট ছুড়েছে। সাংবাদিক নির্যাতনের বিষয়ে আমাদের দেশের সাংবাদিকদের ঢাকায় মার্কিন দূতাবাসকে প্রশ্ন করা উচিত।

প্রসঙ্গত, গত ২৫ মে প্রতারণার অভিযোগে নিরস্ত্র অবস্থায় গ্রেফতার হওয়ার পর পুলিশি হেফাজতে খুন হন জর্জ ফ্লয়েড। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এ হতাকাণ্ডকে বেদনাদায়ক বলে অভিহিত করেছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 + eight =