কলাপাড়ায় জীবানু মুক্তকরন টার্নেল স্থাপণ

0
479

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস সংক্রমন বিস্তার রোধে স্বাস্থ্য বিধি মেনে প্রথম বারের মত নিজস্ব উদ্যোগে জীবানু মুক্তকরন টার্নেল স্থাপন কার হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের শিকদার বুটিকস হাউজের গেটে এ টার্নেল স্থাপন কার্যক্রম’র উদ্বোধন করেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এসময় কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশারেফ মিন্টুসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে জীবানু মুক্তকরণ টার্নেল’র মধ্যে দিয়ে ক্রেতাদের ভিতরে প্রবেশ করানোসহ মাস্ক ব্যবহারেও বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহন করায় কিছুটা হলেও স্বস্তির দেখা দিয়েছে সাধারন ক্রেতাদের মাঝে। এসময় করোনার ঝুকি এড়াতে পৌর শহরের মার্কেট গুলোতে ব্যবসায়ীদের টার্নেল স্থাপনের আহবান জানিয়েছেন শিকদার বুটিকস হাউজের সত্বাধিকারী ও জেলা পরিষদ সদস্য ফিরোজ শিকদার।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seventeen + 8 =