আদর্শবান ও জনবান্ধব র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক রইছ উদ্দিন

0
1336

টি.এম. রেদওয়ান বায়েজীদ: পটুয়াখালী র‌্যাব-৮ সিপিসি-১ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন অত্যন্ত সৎ, আদর্শবান ও জনবান্ধব। তিনি পটুয়খালী র‌্যাব-৮ সিপিসি-১ অধিনায়ক হিসেবে ০২/০৯/২০১৯ ইং তারিখ যোগদান করেন। তিনি যোগদানের পর থেকেই সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, চাঁদাবাজি সহ সকল অপরাধ নির্মূলের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় সফলতা পেয়েছেন। বৈশ্বিক মহামারী প্রানঘাতী করোনা ভাইরাস বাংলাদেশে শুরু হলে করোনা ভাইরাসের কারনে সৃষ্ট সংকট নিরসনে পটুয়াখালী র‌্যাব-৮, সিপিসি-১ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন এর নেতৃত্বে নিজেদের জীবনের ঝুকি নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন কোম্পানির সকল র‌্যাব সদস্যরা। পটুয়খালী ও বরগুনায় আম্পানের ক্ষতিগ্রস্ত অসহায় ও গৃহহারা অনেক পরিবারের মাঝে চাউল, ডাউল, চিনি, তৈল, পিয়াজ, আলু, সেমাই ও চিড়া বিতরন করেন র‌্যাব-৮ পটুয়খালী কোম্পানির সকল সদস্যরা। ইতিমধ্যেই তিনি সাধারন জনগনের কাছে হয়ে উঠেছেন নয়নের মধ্যমনি।

সাংবাদিক ও সুশীল সমাজ পটুয়াখালী র‌্যাব-৮ সিপিসি-১ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন এর সততা, মানবতা ও আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রনী ভূমিকা দেখে মুগ্ধ এবং তার সফলতা ও উন্নতি কামনা করেছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − fourteen =