গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে একটি কারখানাকে জরিমানা

0
663

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় পরিবেশ দূষণের দায়ে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৬ জুন (মঙ্গলবার) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান। পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয় হতে জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় কলোটেক্স অ্যাপারেল লিমিটেড কারখানা কয়লা চালিত বয়লার ব্যবহার করে পরিবেশ দূষণ করছিল। পরে গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে দূষণ বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে ওই কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই কারখানার কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে বয়লার থেকে কালো ধোয়া নির্গমন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শেখ মোজাহিদ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 + 3 =