কলাপাড়ায় সরকারি অফিসে একযোগে বৃক্ষ রোপন

0
479

কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদত বার্ষিকী স্মরনে পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি দপ্তরসমূহে একযোগে বৃক্ষ রোপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। উপজেলা পরিষদ, ভুমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ও পৌর শহরের হ্যালিপ্যাড মাঠসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেছেন। এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা আঃ মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা পারভিন সিমা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ন করিব, কাউন্সিলর মাহাবুবুর রহমানসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চিন্ময় হওলাদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে প্রায় দুই শতাধিক ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে।

এদিকে একই দিন পৌর শহরের হ্যালিপ্যাড মাঠ পৌর সভার উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়। এছাড়া পৌর মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে আম, নিম, আমলকী সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।

বৃক্ষ রোপন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের বলেন, শুধু বৃক্ষরোপন করলেই কাজ শেষ হবে না, গাছগুলোর যথাযথ পরিচর্যা করতে হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three + 7 =