বর্তমান সরকারের দুঃশাসন এখন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে: ফখরুল

0
356

সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুষ্কৃতকারীরা দেশব্যাপী লাগামহীন খুন-জখমে মেতে উঠেছে। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসন এখন যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্বের গণধিকৃত সকল স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারি রেখে মানুষের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দলের সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে দেশের মানুষ সর্বদা পিষ্ট হচ্ছে। অজানা আতঙ্ক আর ভয়াল পরিবেশ মানুষের স্বাভাবিক জীবনযাপনকে করে তুলেছে বিপর্যস্ত। আজ (সোমবার) সকালে প্রকাশ্য দিবালোকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা খন্দকার রাশেদুল হাসান শাওনের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা এবং তাকে কুপিয়ে পৈশাচিক কায়দায় হত্যা করার ঘটনায় আবারও প্রমাণিত হলো-দেশে আইনের শাসন নেই, দেশ যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য।

বিএনপি মহাসচিব বলেন, আইনের শাসনের অনুপস্থিতি এবং সাজা পাওয়ার পরও সরকারের আনুকূল্যে পার পেয়ে যাচ্ছে বলেই সন্ত্রাসীরা বীরদর্পে দেশব্যাপী বিরোধী দলসহ প্রতিবাদী মানুষের রক্তে হাত রঞ্জিত করতে আরও উৎসাহিত হচ্ছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − 3 =