সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর হবে না, বাতিল হলো খসড়া আইন

0
324

সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর হবে না, এই প্রকল্প থেকে সরে এসেছে সরকার। এ সংক্রান্ত আইনের খসড়া বাতিল করা হয়েছে। ‘সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন, ২০১২’ এর খসড়া নীতিগত অনুমোদনের বিষয়ে মন্ত্রিসভা কর্তৃক ২০১২ সালের ২ জানুয়ারি গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর করার কথা ছিল। ২০১২ সালের ২ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, সোনাদিয়ায় আর কোনো সমুদ্রবন্দর হবে না। সোনাদিয়ার খুব কাছাকাছি মাতারবাড়িতে একটা সমুদ্রবন্দর নির্মাণ চলছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যেহেতু মাতারবাড়িতে হয়ে গেছে সেজন্য যদি সোনাদিয়ায় সমুদ্রবন্দর হয় তবে আমাদের প্রাকৃতিক বৈচিত্র্যের অনেক ভারসম্য ক্ষুণ্ন হবে। এটা যখন স্টাডিতে ধরা পড়ল তখন সরকার সিদ্ধান্ত নিল সোনাদিয়াতে প্রকৃতির ক্ষতি করে সমুদ্রবন্দর করার দরকার নেই। মাতারবাড়িতেই মাচ মোর স্যুইটেবল। সেজন্য এখন আর ওই আইনের কোন প্রয়োজনীয়তা নেই বলে ওই আইন বাতিলের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 − nine =