উপজেলা প্রশাসনের কাছে সহায়তার আবেদন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবির সাতদিনেও খোঁজ মেলেনি

0
403

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পায়রাবন্দর সংলগ্ন বঙ্গোপসাগরের শেষ বয়ার কাছে ঝড়ের কবলে পড়ে ১২ জেলে সহ ইলিশ শিকার করার সময় একটি  ট্রলার ডুবির সাত দিন অতিবাহিত হলেও  খোঁজ মেলেনি ট্রলারটির। বর্তমানে ট্রলার মালিকসহ ১২ জেলে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন। অসহায় মালিক ও জেলেরা সহায়তা কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। লিখিত আবেদনে জানা গেছে, বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের আ. রব বেপারী বিভিন্ন এনজিও এবং আত্মীয় স্বজনের কাছ থেকে ২০ লাখ টাকা ধার দেনা করে ২০১৯ সালে ইলিশ ধরার ট্রলার তৈরী করে। এরপর থেকে সাগরে মাছ শিকার করে আসছিল। গত ২৫ আগষ্ট দুপুরে পায়রা বন্দর সংলগ্ন দক্ষিন বঙ্গোপসাগরের শেষ বয়ার কাছে মাছ ধরারত অবস্থায় ঝড়ের কবলে পড়ে ট্রলাটি ১২ জেলে সহ ডুবে যায়। জেলেরা অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার হলেও ট্রলারটির সন্ধান আজও মেলেনি।

বর্তমানে ট্রলার মালিক আ. রব একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি সহায়তা কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোমবার আবেদন করেছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − 5 =