ধামরাইয়ে ভূমি অফিসে দুর্নীতি আখড়া

0
978

ষ্টাফ রিপোর্টার : ধামরাইয়ে ভূমি অফিসের অভ্যন্তরে চলছে সীমাহীন, দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বানিজ্যের মহোৎসব। অফিসের ষ্টাফদের মাধ্যমে এ সব ঘুষ বানিজ্য চলছে বলে অভিযোগ উঠেছে।

একটি নাম খারিজের ক্ষেত্রে ডিসি আর সরকারী ব্যায় ১১৭০ টাকা স্থলে তা আদায় করা হচ্ছে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। এদের বিরুদ্বে আইনগত কোন ব্যাবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকতা–কর্মচারীরা এখনও ঘুরে বেড়াচ্ছে।

অভিযোগ রয়েছে প্রতিদিন খাজনা, নামজারী জমা ভাগ সহ বিভিন্ন কাজের উপজেলায় ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার লোকজন ভূমি অফিসে ভীর করেছে। অফিসের ভিতরে থাকা দালালদের ম্যাধমে লোকজনদের কাছ থেকে নামজারী সহ কাগজপত্র সংশোধনের নামে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের ঘুষ।

উপজেলায় তহসিল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা খাজনা আদায়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয় রশিদ দিলেও নাম মাত্র টাকার। ভুক্তভোগীরা জানান, এ অফিসে ঘুষ ছাড়া কোন কাজ হয় না। দীর্ঘদিন ধরে এখানে সীমাহীন দুর্নীতি, অনিয়ম–অব্যবস্থাপনা ও ঘুষ–বনিজ্য চলছে, যেন দেখার কেউ নেই।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 + five =