কাজিপুরে নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শনে” নাসিম পুত্র জয়

0
344

মোঃ শফিকুল ইসলাম: যমুনা নদী অববাহিকার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত চরগিরিশ ইউনিয়ন এবং নদী ভাঙ্গন কবলিত মাইজবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নাসিম পুত্র সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। শুক্রবার ৪সেপ্টেম্বর বিকেলে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলিতে নৌকা প্রতীকের প্রতি কাজিপুরের সর্বস্তরের জনগণের অকুণ্ঠ সমর্থন ও দাবির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, কাজিপুরের মাটি থেকে শহীদ এম মনসুর আলী ও মোহাম্মদ নাসিমের মতো জাতীয় নেতা জন্মেছে, এই পবিত্র মাটি ও মানুষের পাশে থাকার সুযোগ চাই। আপনাদের সমর্থন এবং ভালবাসায় আমিও কাজিপুরবাসির জন্য নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের আশ্বাস দেন।এছাড়াও নদী ভাঙ্গন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাউবো সিরাজগঞ্জে কে নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, ভাইস-চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, ইউপি চেয়ারম্যান জহুরুল হক মিন্টু, সাবেক চেয়ারম্যান এস এম জিয়াউল হক,

আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান মিল্টন তালুকদার, সাধারণ সম্পাদক আঃ মালেক, মাইজবাড়ী ইউনিয়ন আওয়মীলীগ সভাপতি নাজমুল হুদা চয়ন, সাধারণ সম্পাদক আঃ সালাম, কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আঃ মতিন মাস্টার, সাবেক সভাপতি লুৎফর রহমান মুকুল প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one + eighteen =