নোয়াখালীর হাতিয়ার প্রধান সড়ক নির্মাণে অনিয়ম, ঢাকায় মানববন্ধন

0
358

নোয়াখালীর হাতিয়া দ্বীপের প্রধান সড়ক নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন উপজেলাবাসী। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নতুন করে রাস্তা নির্মাণেরর দাবি জানিয়েছেন হাতিয়ার জনগণ।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘হাতিয়া উপজেলার সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ অভিযোগ ও দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের অধীনে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালে নোয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এ ইঞ্জিনিয়ারিং এবং মেসার্স এম আলী করপোরেশন হাতিয়ার প্রধান রাস্তা নির্মাণের কাজ শুরু করে। ভুঁইয়ারহাট থেকে জাহাজমারা পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার নির্মিত এ রাস্তায় কোনো কার্পেটিং না করে নিম্নমানের সিলকোট করে কাজ সম্পন্ন করেছে। কাজটি ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এক মাস আগেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করেছে।

তারা আরও বলেন, অনিয়মের প্রতিবাদ করা হলে হুমকি দেয়া হয় নানাভাবে। তাছাড়া হাতিয়াবাসী ২০১৭-১৮ অর্থবছরের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘যার জমি আছে ঘর নাই’ প্রকল্পেও ব্যাপক অনিয়ম হয়েছে যার তদন্তের দাবি জানানো হয়।

মানববন্ধনে হাতিয়াবাসীর পক্ষে উপস্থিত ছিলেন ওই এলাকার বাসিন্দা সারোয়ার মিয়া, শামিম, মজিদ, আমিরুল ইসলাম শামীম প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

six + 7 =