জরুরি অভিযোগকেন্দ্রের ফোন নম্বর প্রকাশ করেছে তিতাস

0
325

গ্যাস পাইপলাইনের উপর কোনো অবৈধ স্থাপনা থাকলে তা দ্রুত অপসারণের অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটিড। এছাড়া ভবিষ্যতে পাইপলাইনের উপর কোনো স্থাপনা নির্মাণ না করার জন্যও প্রতিষ্ঠানটি।

সেইসঙ্গে জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখা, রাজধানীর প্রতিটি এলাকার জরুরি অভিযোগকেন্দ্রের ফোন নম্বর প্রকাশ করেছে তিতাস। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে ফোন নম্বরগুলো প্রকাশ করা হয়।

এদিকে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী, গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইনের উপর যেকোনো ধরনের স্থাপনা সাময়িক বা স্থায়ীভাবে নির্মাণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই অবস্থায় তিতাস গ্যাসের স্থাপিত সঞ্চালন ও বিতরণ লাইনের উপর কোনো ভবন-স্থাপনা নির্মাণ করা হলে তা নিজ নিজ দায়িত্বে আগামী ৩০ দিনের মধ্যে

সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটিডের পক্ষ থেকে গত ১৬ সেপ্টেম্বর প্রকাশিৎ এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে এসব ভবন-স্থাপনা সরিয়ে না ফেললে এ বিষয়ে তিতাস গ্যাসের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্যাস পাইপলাইনের উপর স্থাপনা নির্মাণ করার ফলে পাইপলাইনের মারাত্মক ক্ষতি হয় এবং এর থেকে গ্যাস লিকেজ, বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটে। তাই গ্যাস পাইপলাইনের উপর কোনো অবৈধ স্থাপনা থাকলে তা দ্রুত অপসারণ এবং ভবিষ্যতে পাইপলাইনের উপর কোন স্থাপনা নির্মাণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × four =