সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্য’র গণসমাবেশ

0
425

আজ ৭ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গণসমাবেশ ও খাদ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করে গণতান্ত্রিক বাম ঐক্য।

এসময় নেতৃবৃন্দ বলেন, “ শাসকের অনুগ্রহভাজন মজুদদার ও সিন্ডিকেটের দৌরাত্মে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের (মোটা চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, চিনি, সবজি) বাজারে চরম মুনাফাবাজি চলছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সাধারণ মানুষ ভূখা-নাঙ্গা অবস্থায় দিন কাটাচ্ছে। খাদ্যাভাবজনিত সংকট রোধকল্পে বিভিন্ন দেশে অনেক আগে থেকেই রেশনিং ব্যবস্থা চাুল হয়েছে।”

তাঁরা বলেন, বর্তমান বাস্তবতায় আমাদের দাবি, সরকারকে রেশনিং ব্যবস্থা চালু করে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহের উদ্যোগ নিতে হবে। হিসাব করে দেখা যায়, সরকার প্রতি বছর একটি ফ্লাইওভার প্রকল্প বাদ দিলে, সেই টাকায় ৮ কোটি মানুষকে রেশন সুবিধা দেওয়া সম্ভব। ভোটারবিহীন নির্বাচনের দেশে উন্নয়নের ফাঁকিবাজির রাজনীতির পরিবর্তে গরীবের পেটে অন্ন দেওয়া অনেক উত্তম।”

গণতান্ত্রিক বাম ঐক্য কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের এই সংকট নি¤œলিখিত দাবিসমূহ তুলে ধরেÑ
১. অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালুর ঘোষণা ও বাজেট বরাদ্দ করা হোক।
২. নগর ও গ্রামের দরিদ্র মানুষের সঠিক তালিকা প্রণয়ন করা হোক।
৩. রেশনিং ব্যবস্থার দুর্নীতি প্রতিরোধে প্রতিটি এলাকায় গণতদারকি কমিটি গঠন করা হোক।
৪. সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের রেশনিং ব্যবস্থার মধ্যে আনা হোক।

গণসমাবেশ শেষে গণতান্ত্রিক বাম ঐক্য’র একটি প্রতিনিধিদল সচিবালয়ে খাদ্যমন্ত্রী বরাবরে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে স্মারকলিপি পেশ করেন।

গণতান্ত্রিক বাম ঐক্য’র সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলমের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ডা. এম. এ. সামাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দল’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান, কৃষক মোর্চা’র আহ্বায়ক মোহাম্মদ মাসুম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সদস্য শামসুল হক সরকার, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম মাস্টার, নারায়গঞ্জ জেলাংর সদস্য সচিব মাসুম মিয়া প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − 18 =