উজিরপুরে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

0
427

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে মাসিক আইন শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল।

আরো বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সভ্যসাচী মজুমদার, ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল হক, শিক্ষা অফিসার তাসলিমা বেগম, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জামাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ শাহাদাত, ইউসুফ হোসেন, হরেন রায়, সরোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, জনস্বাস্থ্য প্রকৌশলী, বন কর্মকর্তাসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

সভায় প্রধান অতিথি আঃ মজিদ সিকদার বাচ্চু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী মা ইলিশ রক্ষা অভিযানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সকল জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। সমাজ থেকে মাদক ও দূর্নীতি দূর করতে পারলেই দেশের উন্নয়ন সাধিত হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fifteen − four =