কলাপাড়ায় পৌরশহরের সদড় রোড এলাকায় তেল বোঝাই তেলের ড্রাম চুরি-ব্যবসায়ীরা উদ্বিগ্ন

0
611

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া(পটুয়াখালী):পটুয়াখালীর কলাপাড়ায় তেল বোঝাই ড্রাম চুরি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। পৌরশহরের সদড় রোড এলাকার তিন ব্যবসায়ীর দোকানের সামনে থেকে সম্প্রতি সাতটি তেল বোঝাই ড্রাম চুরির ঘটনা ঘটনায় অন্য ব্যবসায়ীরা ও আতঙ্কে রয়েছে। প্রশ্ন তুলছে বাজার পাহাড়া এবং পুলিশী টহল নিয়ে । চোরেরা মুখোশ পড়ে বেটারী চালিত অটোরিক্স নিয়ে ড্রামগুলো নিয়ে যাচ্ছে বলে জানা গেছে। একাধিক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এমন ঘটনা ১০/১২ বছর আগে হয়েছে। এরপর এখন শুরু হলো, দোকানের সামনে ড্রাম রেখে ব্যবসা পরিচালনা করা নতুন কিছু নয়, যুগ যুগ ধরেই চলে আসছে ।

কিন্তু এমন ঘটনা ছিল না বললেই চলে।তেলের এ ড্রামগুলো কোনটি কেরোসিনের কোনটি সোয়াবিন’র । প্রতিটি ড্রামে অন্ততঃ পাঁচ মন তেল থাকে । তেল বোঝাই একটি সোয়াবিন তেলের ড্রাম’র মূল্য অন্ততঃ ২০ হাজার টাকা। অপরদিকে, কেরোসিন তেলের মূল্য প্রায় ১৩ হাজার টাকা ।

ব্যবসায়ীরা জানায়, সংঘবদ্ধ এ চোরচক্র দূরের নয়, পাঁচমন ওজনের তেল নিয়ে দূরের কেউ হলে তারা সাহস পেতেন না । প্রশাসন বিষয়টি নজরে নিলে এমন ঘটনা থেকে ব্যবসায়ীরা রেহাই পাবে বলে তারা উল্লেখ করেন।

কলাপাড়া পৌরশহর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম জানান, বিষয়টি ব্যবসায়ীরা তাকে জানিয়েছে । তবে ব্যবসায়ীদের নিরাপত্তায় যা করনীয় করা হবে ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি কেবল শুনলাম । তবে চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। কলাপাড়ায় পৌরশহরের সদড় রোড এলাকায় তেল বোঝাই তেলের ড্রাম চুরি-ব্যবসায়ীরা উদ্বিগ্ন
সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া(পটুয়াখালী):পটুয়াখালীর কলাপাড়ায় তেল বোঝাই ড্রাম চুরি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে । পৌরশহরের সদড় রোড এলাকার তিন ব্যবসায়ীর দোকানের সামনে থেকে সম্প্রতি সাতটি তেল বোঝাই ড্রাম চুরির ঘটনা ঘটনায় অন্য ব্যবসায়ীরাও আতঙ্কে রয়েছে।প্রশ্ন তুলছে বাজার পাহাড়া এবং পুলিশী টহল নিয়ে ।

চোরেরা মুখোশ পড়ে বেটারী চালিত অটোরিক্স নিয়ে ড্রামগুলো নিয়ে যাচ্ছে বলে জানা গেছে।একাধিক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এমন ঘটনা ১০/১২ বছর আগে হয়েছে। এরপর এখন শুরু হলো । দোকানের সামনে ড্রাম রেখে ব্যবসা পরিচালনা করা নতুন কিছু নয়, যুগ যুগ ধরেই চলে আসছে । কিন্তু এমন ঘটনা ছিল না বললেই চলে।তেলের এ ড্রামগুলো কোনটি কেরোসিনের কোনটি সোয়াবিন’র । প্রতিটি ড্রামে অন্ততঃ পাঁচ মন তেল থাকে । তেল বোঝাই একটি সোয়াবিন তেলের ড্রাম’র মূল্য অন্ততঃ ২০ হাজার টাকা। অপরদিকে, কেরোসিন তেলের মূল্য প্রায় ১৩ হাজার টাকা ।

ব্যবসায়ীরা জানায়, সংঘবদ্ধ এ চোরচক্র দূরের নয়, পাঁচমন ওজনের তেল নিয়ে দূরের কেউ হলে তারা সাহস পেতেন না । প্রশাসন বিষয়টি নজরে নিলে এমন ঘটনা থেকে ব্যবসায়ীরা রেহাই পাবে বলে তারা উল্লেখ করেন।

কলাপাড়া পৌরশহর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম জানান, বিষয়টি ব্যবসায়ীরা তাকে জানিয়েছে । তবে ব্যবসায়ীদের নিরাপত্তায় যা করনীয় করা হবে ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি কেবল শুনলাম । তবে চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen + nineteen =