করোণা যোদ্ধারা রাজপথে কেন ?

0
504

দ্বিতীয় দিনেও রাজাধানী মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বেতন ও চাকরির মেয়াদ বৃদ্ধির দাবিতে কোভিড_ ১৯ আইসোলেশন সেন্টার স্বেচ্ছাসেবীদের আন্দোলন গত ১৭/৫/২০২০ ইং তারিখে জরুরিভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের কোভিড১৯ রোগীদের জরুরী সেবা নিশ্চিত করার স্বার্থে আউটসোর্সিং পদ্ধতিতে ল্যাব এডেনডেন্ট ,ওয়ার্ড বয, আয়া ,পরিচ্ছন্ন কর্মী সহ সারাদেশ থেকে ৯১০ জন কর্মী নিয়োগ দেওয়া হয৷৷এরমধ্যে রাজধানী বসুন্ধরা ৩০৯ জন ও মহাখালী ডিএনসিসি আইসোলেশন সেন্টার ২৭৫ জন ,বাকিদের বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়৷ বেকারত্ব বোঝা মাথায় নিয়ে দেশের কঠিন পরিস্থিতি মোকাবেলায় নিজেদের জীবনর ঝুঁকি নিয়ে কোভিড১৯ মোকাবেলায় কাজ করে আসছে৷ সারা বিশ্ব যখন মরণব্যাধি করোনা ভাইরাসের আক্রমণে দিশেহারা দেশ-বিদেশে অসংখ্য ডাক্তার সহ-সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে !যেখানে ডাক্তার রোগীর কাছে আসতে ভয় পায়, নার্স রোগীদের সেবা না দিয়ে বিভিন্ন অজুহাতে ছুটিসহ নিজেকে আড়াল করার চেষ্টা করেছে ,সেই ভয়াবহ মুহূর্তে নিয়োগ প্রাপ্ত স্বেচছাসেবী কর্মীরা নিজেদেরকে উৎসর্গ করে সাধারণ রোগীদের নিয়মিত সেবাদান করে আসছে৷

অবহেলা অযত্নে মানুষের কাছে তিৃসকৃত হয়েছে পরিবারের লোকজন ও তাদের কাছ থেকে দূরে সরে গেছে যাতায়াতের পরিবহনের গাড়িতে করোনা সেবাদানকারী ব্যক্তিদের পরিচয় দিলে ড্রাইভার হেলপার তাদেরকে অবহেলার চোখে দেখতেন এমনকি সেবাদান আইসোলেশন সেন্টার কর্মীদের মধ্যে অনেকে করো না রোগে আক্রান্ত হয়েছে যার সংক্ষা ১৭৫ জন ৷দেশে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেদের সেবার কথা ভুলে গিয়ে করোণা আক্রান্ত সেবাদান কর্মীরা নিজেদের খরচে চিকিৎসা চালিয়ে গেছেন মৃত্যুবরণ না করেও অনেকে সুস্থ হয়ে পুনরায় কর্মস্থলে যোগদান করেছে৷ বেকারত্বের অভিশাপ থেকে বেঁচে থাকার জন্য বিগত চার মাস যাবৎ বেতন-ভাতা না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন আইসোলেশন সেন্টারের কর্মীরা৷

চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ২৮/১০২০২০ ইং পর্যন্ত ৷চাকরির পূর্ণবহাল ও বেতন ভাতার দাবিতে আজ বুধবার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরও মহাখালী ডিএনসিসি আইসোলেশন সেন্টারের সামনে ঢাকায় কর্মরত স্বেচ্ছাসেবী কর্মীরা বিগত চার মাসের বকেয়া বেতন ও পাশাপাশি চাকুরীর মেয়াদ বৃদ্ধির দাবিতে আন্দোলন-কর্মসূচির পালন করেন৷

রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন৷ আগামীতে দাবি দাওয়া পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি ডাক দিতে পারে বলে আভাস পাওয়া যায়৷

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 1 =