মেহেরপুরে একে একে বেরিয়ে আসছে সমাজসেবা কর্মকর্তার নানা দুর্নীতি

0
488

মেহেরপুরে যোগদানের পর থেকে অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি বাড়তে থাকে সমাজসেবা কর্মকর্তা আব্দুল কাদেরের। সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করে তুলেছেন তেলের টাকা। অফিস কক্ষে থেকেও নিয়মিত নিয়েছেন বাড়িভাড়া।

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের নামে হাতিয়েছেন অর্থ। রয়েছে টেন্ডার বাণিজ্যের অভিযোগও। সেসব খবর সংগ্রহ করতে গিয়েই তার হামলার শিকার হন দুই গণমাধ্যমকর্মী।

দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার বেসরকারি টেলিভিশন ডিবিসি ও বাংলাদেশ রয়টার্সের সংবাদকর্মীরা। মারধর এবং ক্যামেরা ভাঙচুর করেও ক্ষান্ত হয়নি, আটকে রাখা হয় এক সংবাদকর্মীকে।

হামলায় নেতৃত্ব দেন মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘ দিন ধরে।

অভিযোগ আছে, আব্দুল কাদের অফিসের গাড়ি ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। করোনাকালে কোনো কর্মকাণ্ড না থাকলেও গত চার মাসে গাড়ির তেল খরচ বাবদ তুলেছেন ৪৮ হাজার টাকা। শুধু তাই নয়, অফিসের একটি কক্ষে থেকেও নিয়মিত তুলেছেন বাড়ি ভাড়া। যা প্রায় লাখ টাকার কাছাকাছি।

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আছে টেন্ডার বাণিজ্যের অভিযোগও। যদিও এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি অভিযুক্ত আব্দুল কাদেরের।

এ বছরের ১২ মে মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরে উপপরিচালক হিসেবে যোগ দেন আব্দুল কাদের।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =