পুলিশ অফিসার্স মেসের নির্মাণকার্য সম্পন্ন করণে গৃহীত পদক্ষেপ

0
537

পুলিশ সুপার, মো: মারুফ হোসেন (পিপিএম) জেলায় যোগদানকালীন পুলিশ অফিসার্স মেস, বরগুনা’র নির্মাণ কাজ শুরু হয়। তিনি পুলিশ অফিসার্স মেসের নির্মাণ কাজ দ্রুত শেষ করণের লক্ষ্যে জেলার গণপূর্ত বিভাগে কর্মরত নির্বাহী প্রকৌশলী, নির্মাণকাজ প্রাপ্ত ঠিকাদার ও জেলার অন্যান্য অফিসারদের নিয়ে একাধিকবার সভা আহবান করে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া, উক্ত কাজ দ্রুত গতিতে তরান্বিত করণের লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টর্সের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে প্রয়োজনীয় অর্থ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেন।

একই সাথে কাজ তদারকির জন্য বরগুনা সদর থানা থেকে ও পুলিশ লাইন্স থেকে ০১ (এক) জন করে অফিসার নিয়োগ করেন। উল্লেখ্য, তার নিয়মিত তদারকি ও দূরদর্শিতার ফলে স্বল্প সময়ের মধ্যেই পুলিশ অফির্সাস মেস বাস্তবিক ও নান্দনিক রূপ লাভ করেছে। নির্মাণাধীন ০৬ তলা বিশিষ্ট বরগুনা পুলিশ অফিসার্স মেসের ০৩ তলা পর্যন্ত নির্মাণকাজ ইতি মধ্যেই সম্পন্ন হয়েছে। এবং অফিসার্স মেসের সকল রুমে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও করেছেন পুলিশ সুপার মো: মারুফ হোসেন (পিপিএম)।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − 17 =