ভূইঁগড়ে মাদক ব্যবসায়ীর আস্তানা গুড়িয়ে দিলো এলাকাবাসী

0
494

ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লা উত্তর ভূইঁগড় ২ নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ীর আস্তানা গুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। উত্তর ভূইঁগড় ২ নং ওয়ার্ডের টাটা কোম্পানীর ইয়াছিন মিয়ার খালি জায়গায় মাদক ব্যবসায়ীরা টিনের বেড়া দিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো। প্রতিদিন মাদক কেনার জন্য গভীর রাত পর্যন্ত মাদকসেবীরা উক্ত স্থানে ভিড় জমাত। এলাকাবাসী উক্ত মাদক ব্যবসায়ীদের বিষয়ে ওপেন হাউজ ডে তে অভিযোগ করেন। কিন্তু থানা পুলিশ এসব চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রহস্যজনক কারনে কোন ধরনের ব্যবস্থা গ্রহন করেননি।

মাদক ব্যবসায়ীদের মাদক বেচা-কেনার কারনে এলাকার যুব সমাজ ধ্ধংসের পথে। বুধবার দুপুরে ভূইঁগড় সোনালী মার্কেট রঘুনাতপুর এলাকার সাবেক পুলিশ ইন্সপেক্টর মোঃ মনির হোসেন, সাহেব আলী মুন্সি, আমিন হোসেন, সাগর মেম্বার, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাবিবুল্লাহ, মোঃ নাছির উদ্দিন, নিখিল হাওলাদার, শহিদ মাতবর, মানিক, ডাঃ আলী আকবর, দীগেন্দ্র মন্ডল, সজীত মন্ডল, বাদল মন্ডল, সুরেশ মন্ডল, হীরন মন্ডল, খগেন মন্ডল সহ প্রায় ৪ শতাধিক মানুষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভকারীরা বলেন, ভূইঁগড় এলাকার সোনালী মার্কেটের বিপরীত পাশে টাটা কোম্পানীর খালি জায়গায় টিনের বেড়া দিয়ে ভূইঁগড় উত্তর ২ নং ওয়ার্ডের বাসিন্দা একই পরিবারের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী খোকনের স্ত্রী বালী (৫০), পিন্টু (২০), ফাহিম (২০), রিয়াজ (২০), শিবু (২১) ও হ্নদয় (১৮) প্রকাশ্যে মাদক বিক্রি করে যাচ্ছে। তাদের মাদক বিক্রির বিষয়ে একাধিক বার ফতুল্লা থানায় জানানো হলেও থানা পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেননি। তারা একাধিক বার জেলও খেটেছেন। জামিনে এসে আবার মাদক বিক্রি করে যাচ্ছে।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এলাকাবাসীর অভিযোগের উত্তরে এসপি সাহেব বলেছেন মাদক ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে দিতে। তাই এলাকার যুব সমাজকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে দেন এলাকাবাসী। সেই সাথে সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে দাবী জানান তারা। অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 + two =