ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণে ডিজিটাল মনিটরিং সেল

0
447

ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের মাধ্যমে সারাদেশের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্বলতা চিহ্নিত করে এর কর্মক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে সঠিক ভূমি সেবা নিশ্চিত করতে ভূমিমন্ত্রী ডিজিটাল মনিটরিং সেল গঠনের নির্দেশনা দেন। শিগগিরই এর কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে ভূমি মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনাসহ ভূমি মন্ত্রণালয় ও অধীন দফতর/সংস্থার প্রধান কিংবা তাদের প্রতিনিধি ও ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − two =