উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

0
438

গ্রামীণ নারী উদ্যোক্তাসহ অন্যান্যদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক পাচঁ কোটি ডলার (৪০০ কোটি টাকা) ঋণ দিচ্ছে বাংলাদেশকে। এই অর্থ কোভিডে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ৩০ হাজার ক্ষুদ্র সংস্থাকে দেওয়া হবে এবং যার ৭০ শতাংশ হবে নারী উদ্যোক্তারা।

এডিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষুদ্র প্রতিষ্ঠান উন্নয়ন প্রকল্পের অধীনে এই পাঁচ কোটি ডলার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে ৭৭টি অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানকে দেওয়া হবে বিভিন্ন ক্ষুদ্র সংস্থাকে সহায়তা দেওয়ার জন্য।

এর আগে পিকেএসএফ এই প্রকল্পের আওতায় প্রায় ৪০ হাজার ক্ষুদ্র প্রতিষ্ঠানকে সহায়তা দিয়েছে এবং এরফলে ৯০ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

এডিবির বাংলাদেশ প্রিন্সিপাল কান্ট্রি বিশেষজ্ঞ জ্যোৎস্না ভারমা বলেন, ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য এই অর্থ ব্যবহার করা হবে যাতে করে উদ্যোক্তারা তাদের ব্যবসা চালিয়ে নিতে পারে এবং তাদের কর্মচারীদের ধরে রাখতে পারে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen − nine =