যাত্রাবাড়ীতে র‌্যাবের অভিযানে ২৮ জুয়ারী গ্রেফতার

0
605

আরিফুল ইসলাম ঢাকা: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাপিড) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাপিড নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ক্যাসিনোর (জুয়ারী) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬-শে ডিসেম্বর ২০২০ইং) রাত ৯:১৫ ঘটিকায় র‌্যাপিড -১০ এর একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন পূবালী এলাকার ইলিশ বাস কাউন্টারের দক্ষিণ পার্শ্বে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ২৮ জন জুয়ারীকে গ্রেফতার করেন।

গ্রেফতার করা আসামিরা হলেন- ১।নারু দাস (৪২), ২। মোঃ লুৎফর রহমান (৩২), ৩। মোঃ মজিবর রহমান (৪৮), ৪। মোঃ মিলন শেখ (৪০), ৫। মোঃ ফয়সাল মিয়া (৩৮), ৬। সৈয়দ মিরানুজ্জামান (৩৯), ৭। মোঃ বাবু (৩৫), ৮। মোঃ মজনু মিয়া (৩০), ৯। মোঃ মনির হোসেন (৩৭), ১০। মোঃ শহিদুল ইসলাম (৬৫), ১১। মোঃ আলম (৪২), ১২। মোঃ জলিল (৫৭), ১৩। আকরামুল হক (৩৬), ১৪। মোঃ কামরুল ইসলাম (৪২), ১৫। মোঃ মিলন (৩৯), ১৬। মিজানুর রহমান (৩৬), ১৭। মোঃ সোহেল (৪৫), ১৮। মোঃ নেওয়াজ শরীফ (২৯), ১৯। মোঃ রাশেদ গাজী (৩৮), ২০। মোঃ সারোয়ার (২৯), ২১। মোঃ সবুজ (৩৮), ২২। মোঃ অনিক (৪২), ২৩। মোঃ শামিম সরকার (৫৪), ২৪। বুলবুল আহম্মেদ জয়নব (৪৩), ২৫। মোঃ সালাউদ্দিন (৩৮), ২৬। কুদ্দুস মোল্লা (৫২), ২৭। মোঃ হাসান (৩০), ২৮। মোঃ ওয়াদুদ (৫৬), বলে জানা যায়।
এসময়ে জুয়াড়িদের নিকট হতে ৪০ (চল্লিশ) প্যাকেট জুয়া খেলার কার্ড, ০৩ টি স্টিলের তৈরী বাক্স ও নগদ- ৪৩,০৭৫/- টাকা জব্দ করা হয়।

র‌্যাপিড -১০ এর উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান শাহরিয়ার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার জুয়াড়ি।তারা দীর্ঘদিন যাবৎ জুয়া খেলায় আসক্ত। এর ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাপিড সূত্রে জানা যায়।র‌্যাপিডর¨র‌্যাপিড -১০ এর উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান শাহরিয়ার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার জুয়াড়ি।তারা দীর্ঘদিন যাবৎ জুয়া খেলায় আসক্ত। এর ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাপিড সূত্রে জানা যায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × five =