তারাগঞ্জে ঐতিহ্যবহী শ্যামগঞ্জ ও কুর্শা এলাকায় সরকারী রাস্তা ও খাস জমি ধুরন্ত ভুমিগ্রাসীর দখলে

0
639

মোফাচ্ছের হোসেন বাবুল: রংপুর জেলাধীন তারাগঞ্জ উপজেলা ০৫নং সয়ার ইউনিয়ন ও ২নং কুর্শা ইউনিয়নের কোন কোন এলাকার সরকারী রাস্তা কেটে ভুমিগ্রাসীগন চাষ উপযোগী করিয়া নিজ দখল দারীত্যের প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ উটেছে। যেখানে ৯০ভাগ জনগোষ্ঠী কৃষক ও কৃষি নির্ভরশীল তাদের কৃষি ফসল বাড়িতে নেওয়ার বাহন ব্যাটারী চালিত ভ্যান, ইঞ্জিন চালিত ট্রলি ইত্যাদি। রাস্তা না থাকায় অধিক ব্যায় বহুলে কৃষি ফসল ঘরজাত করার আবাদে প্রতি বছর লোকসানের দায় কৃষককেই বহন করিতে হচ্ছে বলে অভিযোগ সুত্রে জানা যায়। জনগনের যাতায়াত সুবিধাসহ কৃষকদের ভারী ফসলবাহী বাহন ব্যবহারের জন্য হীনস্বার্থ চরিতার্থী, সম্পত্তি লোভী ভুমিগ্রাসিদের দখল হইতে সরকারী রাস্তা উদ্ধার ও পুনর্গঠন করিতে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী কর্মকর্তা তারাগঞ্জ উপজেলা বরাবর এলাকার জনগন কর্তৃক একটি গনস্বাক্ষরিত লিখিত আবেদন প্রেরন করেন বলে সুত্রে জানা যায়।

জমির বিবরণঃ মৌজা কুর্শা, খতিয়ান নং- ১/, জে,এল, নং- (৪৪), সাবেক দাগ নং- ১৯৯৫,১৯৯৫ , হাল দাগ নং- ২০১০,২০০৩, শ্রেনী রাস্তা। ২নং কুর্শা ইউ,পি ভুমি কমিশনার জনাব তরিকুল ইসলাম কর্তৃক অনুসন্ধানী টিম প্রদত্ত হইয়া প্রকাশ করেন। ৫নং সয়ার ইউ,পি ঐতিহ্যবহী শ্যামগঞ্জ সেখানে অবস্থিত শ্যামা মন্দির কাচারীতে অবস্থিত জমিদার বাড়ির কৃত্তি। সেখানকার জনগোষ্ঠি ১০শতাংশ এখনও অসহায় ও ভুমিহীন। তারা অন্যের জমিতে বসতবাড়ী করিয়া, কেহ স্কুলের জমিতে, কেহ দেবত্তরের, কেহ অন্যের জমিতে বসতবাড়ী করিয়া সারাজীবন দাষত্ব মানবেতর জীবন যাপন করিয়া আসিতেছে বলে জানা যায়। এদিকে টাকার বিনিময়ে ভুমিগ্রাসীগন তহসীলদার কর্তৃক সরকারী জমি লিজ প্রদত্ত হইয়া সেখানে পাকা বাড়ী নির্মানসহ অন্যের নিকট মোটা টাকা গ্রহণ পূবক খাস জমি বন্ধক রাখিয়াছে বলে এলাকাবাসীর সুত্রে জানা যায়।

৫নং সয়ার ইউনিয়নের তহসীলদার কতৃক শ্রী নারায়ন চন্দ্র কর্তৃক প্রদত্ত খাস জমির বিবরনঃ মৌজা শ্যামগঞ্জ, খয়িান নং- ১/১, জে,এল নং- ০৯, সীট নং- ০২, সাবেক দাগ নং- ৯৩,৯৪,৯৫,১৬৪,৬৫১,১০৩,০৮,৪৩৯,২৭৯, হাল দাগ নং- ৭৬,৭৭,৭৯,১৯৪,২২৫,২২৬,২২৭,২০৪, শ্রেনী ডাঙ্গা। খতিয়ান নং- ১/, সাবেক দাগ নং- ৪৪০,৪৬,৩১০, হাল দাগ নং- ২৭৫,০২,৬৮, শ্রেনী রাস্তা। জনবহুল এলাকার জনগনের প্রত্যাশা পুরন করতে অপরাধ বিচিত্রায় প্রকাশ করা হল। চোখ রাখুন…………………………

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × two =