সূরা আর রহমান আয়াত ০১-১০

0
860

الرَّحْمَنُ 01

করুণায় আল্লাহ।

عَلَّمَ الْقُرْآنَ 02

শিক্ষা দিয়েছেন কোরআন,

خَلَقَ الْإِنسَانَ 03

সৃষ্টি করেছেন মানুষ,

عَلَّمَهُ الْبَيَانَ 04

তাকে শিখিয়েছেন বর্ণনা।

الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ 05

সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।

وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ 06

এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।

وَالسَّمَاء رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ 07

তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড।

أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ 08

যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।

وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ 09

তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।

وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ 10

তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =