মজুত হলো আরও ২০ লাখ ডোজ টিকা

0
412

ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা সোমবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

ভারতের মুম্বাই থেকে স্পাইস জেটের একটি উড়োজাহাজে আসা এ টিকাসহ এ পর্যন্ত সর্বমোট ৯০ লাখ ডোজ বাংলাদেশে এসে পৌঁছাল।

শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত সোয়া ১২টার পর উড়োজাহাজটি ল্যান্ড করে। তাদের উপস্থিতিতে বেক্সিমকোর কর্মকর্তারা করোনার টিকা বুঝে নেন।

তিনি বলেন, বেক্সিমকোর পাঁচটি ফ্রিজার ভ্যান ঢাকা বিমানবন্দরে উপস্থিত ছিল। উড়োজাহাজ থেকে নামানোর পর টিকা নিয়ে এসব ভ্যান যায় টঙ্গীতে বেক্সিমকোর ওয়ারহাউজে। রাত দেড়টার দিকে ফ্রিজার ভ্যানগুলো টিকা নিয়ে বিমানবন্দর ত্যাগ করে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 + nine =