রোজার আমলগুলোর নিয়ত ও দোয়া

0
2750

বাংলা উচ্চারন: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রামাদ্বানাল মুবারকি ফারদ্বাল্লাকা ইন্না আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামীউল আ লীম।

ইফতারের দোয়া:

বাংলা উচ্চারন: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

তারাবিহ নামাজের নিয়ত:

বাংলা উচ্চারন: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লা-হি তা আ-লা রাক’আতাই ছালা-তিৎ-তারা-ওয়ি’হ সুন্নাতি রাসুল্ল্লিাহি তা’আ-লা- মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল ক্বা’বাতিস শারীফাতি আল্লা-হু আকবার।

তারাবিহ নামাজের দোয়া:

বাংলা উচ্চারন: সুবহা-না যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহা-না যিল ইয্ যাতি ওয়াল আয্মাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া-ই ওয়াল যাবারুত। সুবহা-নাল মালিকিল হায়িল্লাযি লা-ইয়ানামু ওয়াল ইয়ামুতু আবাদান আবাদা। সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা-ওয়া রব্বুল মালাইকাতি ওয়াররুহ।

তারাবিহ নামাজের মুনাজাত:

বাংলা উচ্চারন: আল্লা-হুম্মা ইন্না-নাস্আলুকাল জান্নাতা ওয়া না-উযুবিকা মিনান্না-র।ইয়া খা-লিক্বাল জান্নাতি ওয়ান্না-র।

বিরাহমাতিকা ইয়া-আযীযু ইয়া গাফ্ফার। ইয়া ক্বারীমু ইয়া সাত্তার। ইয়া রাহীমু ইয়া জাব্বার। ইয়া খা-লিকু ইয়া বার। আল্লা হুম্মা আজিরনা মিনান্নার। ইয়া-মুজীরু ইয়া মুজীরু ইয়া মুজীর। বিরাহমাতিকা ইয়া আর হামার রা-হিমীন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − fourteen =