চিকিৎসক ও নার্স সংকটে দুমকিউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

0
455

 পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালীর দুমকির দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবৎ চিকিৎসক ও নার্স সংকট রয়েছে। অত্র এলাকায় বর্তমানে ডায়রিয়ার প্রকোপ বৃদ্বি পাওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমসীম খাচ্ছে বর্তমান চিকিৎসা কর্মকর্তা ও সেবিকারা। চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর অভিভাবকদের সাথে আলাপ করলে তাঁরা বলেন পর্যাপ্ত সেবা তাঁরা পাচ্ছেন না, এছাড়াও রয়েছে ঔষধের স্বল্পতা। উক্ত সমস্যার ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ মীর শহীদুল হাসান শাহীন জানান আমাদের চাহিদার তুলনায় চিকিৎসক ও নার্স সংকট আছে যার কারণে আমরা পর্যাপ্ত সেবা দিতে পারছিনা। সিনিয়র স্ট্যাফ নার্স ও নার্স ইনচার্জ বলেন,

৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে আমরা মাত্র ৫ জন নার্স কাজ করছি তার মধ্যে ১ জন আছেন ডেপুটেশনে , বর্তমানে ডায়রিয়া রোগী বৃদ্ধি পাওয়ায় রোগীদের সেবা দিতে আমরা হিমসীম খাচ্ছি।

চিকিৎসার মান ও সেবাবৃদ্ধিতে অত্র হাসপাতালে জরুরীভিত্তিতে নার্স ও চিকিৎস্যক বৃদ্ধিকরা দরকার বলে ভুক্তভোগীরা জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × five =